ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ আ.লীগ নেতার ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ৩১ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ সুমন মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে আটক হরেছে র‌্যাব। রোববার (৩১ মে) সকালে জেলা শহরের ট্যাংকেরপাড় এলাকা থেকে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটক সুমন ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সুমনকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ বলেন, আটক সুমনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।