দিনাজপুরে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ৩১ মে ২০২০

দিনাজপুর বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা ও জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮২.৭৩ শতাংশ।

শিক্ষা বোর্ডের প্রাপ্ত ফলাফলে এক লাখ ৫৮ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ২২। আর ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৩২ ভাগ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৩.১ বেশি।

বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ৪৪ হাজার ১২২ জন ছাত্র। ছাত্র পাসের হার ৯৪.১০ শতাংশ। ছাত্রী ৩৩ হাজার ৩৯০ জন। ছাত্রী পাসের হার ৯৫.৬৬ শতাংশ। ছাত্রদের চেয়ে ১.৫৬ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৯৪ দশমিক ৭৬ শতাংশ।

মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯১ জন ছাত্র। ছাত্র পাসের হার ৬৪.৯৯ শতাংশ। ছাত্রী ৪৩ হাজার ৯৫৫ জন। ছাত্রী পাসের হার ৭৭.৩৩ শতাংশ। ছাত্রদের চেয়ে ১.৫৬ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। মানবিক বিভাগে গড় পাসের হার ৭৩ দশমিক ৪৮ শতাংশ।

ব্যবসা শিক্ষা বিভাগে তিন হাজার ৬২৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুই হাজার ৫৬৪ জন ছাত্র। ছাত্র পাসের হার ৭৮.৭৫। ছাত্রী এক হাজার ৬৩ জন। ছাত্রী পাসের হার ৮৫.৫২। ছাত্রদের তুলনায় ৬.৭৭ শতাংশ ছাত্রী পাস করেছে বেশি। ব্যবসা শিক্ষা বিভাগে গড় পাসের হার ৮০ দশমিক ৬২।

অপরদিকে, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ছয় হাজার ৩২৬ জন ছাত্র ও পাঁচ হাজার ৭৬০ জন ছাত্রী। মেয়েদের চেয়ে ৫৬৬ জন ছাত্র জিপিএ-৫ বেশি পেয়েছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩২ জন। যার মধ্যে ছয় হাজার ২৫৯ জন ছাত্র ও পাঁচ হাজার ৫৭৩ জন ছাত্রী।

মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন। এর মধ্যে ১৭১ জন ছাত্র ও ৫৫ জন ছাত্রী। তবে ব্যবসা শিক্ষায় মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে। এই বিভাগে জিপিএ-৫ পাওয়া ২৮ জনের ১৬ জন ছাত্রী ও ১২ জন ছাত্র।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।