টাঙ্গাইলে একদিনে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০১ জুন ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুর আর কালিহাতী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ভূঞাপুর আর কালিহাতী উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ভূঞপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৬৫) ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। রোববার অসুস্থতা বোধ করলে রাতেই একটি প্রাইভেটকার ভাড়া করে তিনি বাড়ি আসেন। পরে ভোরে বাড়িতে মারা যান তিনি।

এদিকে এ ঘটনায় স্থানীয়রা লাশ দাফনে বাধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় বিলচাপড়া কবরস্থানে সোমবার দুপুরে দাফন করা হয়। তার জানাজায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আনিছুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহম্মেদ বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে ওই ব্যক্তি ইতোমধ্যে দুইবার স্ট্রোকসহ হার্টের রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।

অপরদিকে সোমবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে ওমর আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি স’মিলে শ্রমিকের কাজ করতেন।

সত্যতা নিশ্চিত করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, রোববার শ্বাসকষ্ট সমস্যা নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন ওমর আলী (৪০)। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়িতে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। করোনার উপসর্গ থাকলে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তবে উপসর্গ না থাকলে স্বাভাবিক নিয়মেই তার দাফন হবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।