নওগাঁয় করোনাভাইরাসে প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:২৩ এএম, ০২ জুন ২০২০

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নুরু (৫৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাত ১১টার দিকে নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম নুরু তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক ছিলেন। তরু বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় তিনি বাস করতেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দুইদিন আগে তার শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টাইনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজন। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার একজন ক্যানসারে আক্রান্ত হয়ে বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার পর্যন্ত নওগাঁয় ১৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।