ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে চার পুলিশ সদস্যসহ ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আক্রান্তদের রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭১ জন।
সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৫৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আইসোলেশন সেন্টারে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় করোনা আক্রান্ত ১৭১ জনের মধ্যে দুইজন মারা গেছেন। আর আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। বর্তমানে আইসোলেশন সেন্টারে আছেন ৬৯ জন।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর