মৌলভীবাজারে করোনার উপসর্গ নিয়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
মৃত বৃদ্ধ সদর উপজেলার লামুয়া এলাকার বাসিন্দা। মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ ফয়সাল জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধ। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ১০০ বছর। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না নমুনা পরীক্ষা করলে জানা যাবে।
রিপন দে/এএম/জেআইএম