চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা আড়াইশ ছাড়ালো, মৃত্যু ২০
চাঁদপুরে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আবুল কাশেমের (৫০) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জন। করোনায় আক্রান্ত মোট ২৫৫ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের পাঁচজন, হাজীগঞ্জের চারজন, শাহরাস্তির চারজন, মতলব উত্তরের তিনজন, কচুয়ায় দুজন ও মতলব দক্ষিণ উপজেলার একজন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, সকালে আরও ১১৬ জনের নমুনা পরীক্ষার রিপোার্ট আসে। এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বাকিগুলো নেগেটিভ।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৫ জনের মধ্যে চাঁদপুর সদরের ১২৯ জন, ফরিদগঞ্জের ৪১ জন, হাজীগঞ্জের ১৯ জন, শাহরাস্তির ১৯ জন, কচুয়ার ১৬ জন, মতলব দক্ষিণের ১৩ জন, মতলব উত্তরের ১৩ জন ও হাইমচর উপজেলার পাঁচজন। এছাড়া জেলায় মোট ২০ জন মৃতের মধ্যে চাঁদপুর সদরের ছয়জন, কচুয়ার চারজন, ফরিদগঞ্জের চারজন, হাজীগঞ্জের তিনজন, মতলব উত্তরের দুজন ও শাহরাস্তি উপজেলার একজন।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম