মাঠে নলকূপের ঘরে উদ্ধার দুই লাশের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৪ জুন ২০২০
ফাইল ছবি

নওগাঁর বদলগাছীতে অগভীর নলকূপের ঘর থেকে মরদেহ উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় মিলেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী সিআইডি ক্রাইমসিন ইউনিট উপজেলা সদরের চাংলা গ্রামের মাঠে অগভীর নলকূপের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের পার-আধাইপুর গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী সাথী বেগম (২২) এবং তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী পরিনা বেগম (৩০)।

রাজশাহী সিআইডি ক্রাইমসিন ইউনিটকে অবগত করলে পুলিশ পরিদর্শক মো. আবু তালেবের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি টিম দুপুর ১টার দিকে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে এবং আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে একটি ভোটার আইডিকার্ড উদ্ধারের পর তাদের পরিচয় জানা যায়।

নিহত সাথী বেগমের স্বামী আব্দুল কাদির বলেন, তিনি একজন কাঠমিস্ত্রী। পরিবারসহ উপজেলার কোলা বাজারে নজরুল ওরফে লজুর বাসায় ভাড়া থাকেন। পরিনা বেগমও পরিবারের সঙ্গে একই বাসায় ভাড়া থাকেন। বুধবার বিকেলে ভাড়াটিয়া পরিনার সঙ্গে তার স্ত্রী সাথী বেড়াতে যায়। তারপর থকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে তিনিও আসেন। মরদেহ দেখে স্ত্রীকে শনাক্ত করেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা তিনি জানেন না। মৃতের বাসা থেকে চাংলা গ্রামের গভীর নলকূপের ওই ঘরের দূরুত্ব প্রায় ১০ কিলোমিটার।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। নিহতের পাশে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে সাথী বেগমের জাতীয় পরিচয়পত্র পাওয়ার পর তাদের শনাক্ত করা হয়। তাদের মাথার পেছনে বড় জখমের চিহ্ন রয়েছে। লাশের মুখে বিষও ঢেলে দেয়া হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।