রাতে একসঙ্গে ঘুমালেন মা-মেয়ে, সকালে মিলল লাশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একসঙ্গে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- জামসি এলাকার মৃত জবেদ উল্লাহর স্ত্রী জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন (৩০)। ইয়াসমিনের স্বামী আজগর আলীর বাড়ি সিন্দুরখান ইউনিয়নের বেলেরতল এলাকায়।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান আশিক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এখন পর্যন্ত স্থানীয়দের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি তাতে মনে হয়েছে রাতে মা ও মেয়ে একসঙ্গে ঘুমানোর পর কোনো সময় তাদের হত্যা করা হয়েছে। মেয়েটির স্বামীর সঙ্গে সমস্যা ছিল তাই তিনি মায়ের কাছে থাকতেন। তার বাবা নেই। ফলে মা-মেয়ে এক ঘরেই থাকতেন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহত ইয়াসমিনের স্বামী আজগর আলী পলাতক রয়েছে। আমরা ঘটনা তদন্ত শুরু করেছি । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতদের গায়ে ছুরির আঘাত রয়েছে।
রিপন দে/আরএআর/এমএস/এমকেএইচ