রাঙ্গামাটিতে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
রাঙ্গামাটি শহরের ভেদভেদী বাজার এলাকায় আব্দুস সোবাহান (৭০) নামের এক বৃদ্ধ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (০৬ জুন) বিকেলে তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, মৃত আব্দুস সোবাহানের ছেলে সবুজের দোকানের এক কর্মচারীর করোনা শনাক্ত হয়। এরপর তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি। আব্দুস সোবাহান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।
রাঙ্গামাটির সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বলেন, ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তার রিপোর্ট আসেনি। তার আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
রাঙ্গামাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব দাশ বলেন, মৃত বৃদ্ধের করোনার উপসর্গ ছিল। স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হয়েছে।
সাইফুল/এএম/জেআইএম