পটুয়াখালীতে পুলিশসহ ৭৭ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৭ জুন ২০২০

পটুয়াখালীতে দুই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৭ জনে।

শনিবার (৬ জুন) রাতে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন করে দুজন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ (হেডকোয়ার্টার) তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। জেলায় মোট আক্রান্তের মধ্যে ২৮ জন সুস্থ হয়েছেন। এছাড়া প্রাণ গেছে ৪ জনের। বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত তুই পুলিশ সদস্য জনান, কোন সময় করোনায় আক্রান্ত হয়েছি তা জানি না। তবে জানি, দেশের জন্য দায়িত্ব পালন করতে করতে আক্রান্ত হয়েছি।

এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশন ইউনিট, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন সেবিকা চিকিৎসা সেবা প্রদান করছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।