কৃষক সেজে আসামি ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৭ জুন ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সেজে আব্দুল আলিম (৫২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার পুরাতন বাখরবা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি আব্দুল আলিম (৫২) শেখপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মহসীন হোসেন জানান, রোববার সকালে তমালতলা ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলামের নেতৃত্বে কৃষক সেজে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার পুরাতন বাখরবা গ্রামের মাঠ থেকে হত্যা মামলার আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেনকে (২০) গত ২৮ এপ্রিল পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। হত্যা মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।