রাঙ্গামাটিতে করোনাভাইরাসে প্রথম দুইজনের মৃত্যু
রাঙ্গামাটিতে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। সোমবার (৮ জুন) সকালে চট্টগ্রাম থেকে মারা যাওয়া দুই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
এরা হলেন- রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় গত শনিবার (৬ জুন) করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুস সোবাহান (৭০) ও কাপ্তাই উপজেলায় গত ৩১ মে মারা যাওয়া থুইঅং প্রু মারমা (২৬) নামে এক স্বাস্থ্যকর্মী।
আব্দুস সোবাহান স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি। থুইঅং প্রু মারমা চট্টগ্রামের রয়েল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তিনি চট্টগ্রাম থেকে অসুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।
ডা. মোস্তফা কামাল জানান, মারা যাওয়া দুইজনসহ রাঙ্গামাটিতে নতুন করে আটজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বাঘাইছড়ির একজন, সদরের তিনজন, কাপ্তাইয়ের দুইজন এবং কাউখালীর দুইজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জন। এদের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন।
সাইফুল/আরএআর/এমকেএইচ