পটুয়াখালীতে আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আব্দুল লতিফ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আব্দুল লতিফ (৪২) শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান জানান, দুই দিন আগে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আব্দুল লতিফ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সকাল ৮টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার দাফন করা হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমকেএইচ