করোনাজয়ী পুলিশ সদস্যরা জাতীয় বীর : এসপি লিটন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৮ জুন ২০২০
করোনাজয়ী পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন এসপি লিটন কুমার

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেছেন, করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে যেসব পুলিশ সদস্য সুস্থ হয়েছেন তারা জাতীয় বীর।

তিনি বলেন, জনগণের সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। এরপরও নিজেদের কর্তব্য ও দায়িত্ব থেকে পিছপা হননি তারা। এটা পুলিশের জন্য গৌরবের। কারণ আমরা পুলিশে এসেছি; জনগণের সেবা দেয়ার জন্য।

সোমবার (০৮ জুন) নাটোর পুলিশ লাইনে করোনা থেকে সুস্থ হওয়া ২৩ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার লিটন কুমার বলেন, নাটোরে করোনায় আক্রান্ত হয়ে যেসব পুলিশ সদস্য সুস্থ হয়েছেন; তারা প্লাজমা দেবেন। করোনা রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিয়ে অবদান রাখবেন সবাই। এটা আমাদের জন্য গৌরবের।

তিনি আরও বলেন, পুলিশে কর্মরতদের রোগ প্রতিরোধ বৃদ্ধির জন্য ভিটামিন সি ও জিংকসমৃদ্ধ ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার নিশ্চিত করা হয়েছে। প্রত্যেক আক্রান্ত পুলিশ সদস্যকে সব ধরনের সহায়তা দেয়া হয়েছে।

এরপর জেলা পুলিশের পক্ষ থেকে দুইজন নারী পুলিশ সদস্যসহ ২৩ জন করোনাজয়ী পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন এসপি লিটন কুমার।

এ সময় উপস্থিত ছিলেন- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আবু হাছনাত ও অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া-সার্কেল) মীর আসাদুল ইসলাম।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।