গ্রিন জোন ঘোষণার পরদিনই পাঁচজনের করোনা পজিটিভ
ঝিনাইদহ জেলা গ্রিন জোন ঘোষণার প্রথম দিনেই নতুন করে করোনায় পাঁচজন আক্রান্ত হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে ২৮ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ এসেছে।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৬০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো। আর সুস্থ হয়েছেন ৩৮ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ঘোষিত ফলাফলে ঝিনাইদহের তিনটি নমুনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। আর কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ফলাফলে ঝিনাইদহের দুটি নমুনা পজিটিভ হয়।
ঝিনাইদহের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুই ল্যাবে জেলার মোট ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচটি নমুনা পজিটিভ হয়। পজিটিভ হওয়া নমুনাগুলোর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার একজন, কালীগঞ্জের তিনজন এবং হরিণাকুন্ডু উপজেলার একজন রয়েছেন। এ পর্যন্ত জেলার ৯৭৬ জনের নমুনা সংগ্রহের পর দেশের বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা হয়।
এর আগে রোববার মাত্র একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল খুলনা ল্যাবে। ওইদিন ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। জেলায় এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। যদিও পরে তাদের মরদেহ থেকে নমুনা পরীক্ষা করে ফল নেগেটিভ আসে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/পিআর