দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রথম স্ত্রীকে নিয়ে স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৯ জুন ২০২০

নাটোরের সিংড়ায় দ্বিতীয় স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জ্বল হোসেন (২৮) ও তার প্রথম স্ত্রী জলি খাতুন গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলশ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জ্বল হোসেন প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্ত্বেও বছর খানেক আগে লিপি নামে আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।

সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জ্বলের কলহের এক পর্যায়ে প্রথম স্ত্রী জলি খাতুন ও উজ্জ্বল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খান।

পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাড়ির কাছেই তাদের মৃত্যু হয়।

রেজাউল করিম রেজা/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।