জাল তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন জেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৯ জুন ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে সুতাং নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে আকল মিয়া নামে এক ব্যক্তি পানিতে তলিয়ে মারা গেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজি করে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৯ জুন) সকালে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের পার্শ্ববর্তী সুতাং নদীতে এ ঘটনা ঘটে। নিহত আকল মিয়া উপজেলার সাদেকপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে আকল মিয়া পার্শ্ববর্তী সুতাং নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় নদীতে তার জাল কোনো একটা কিছুতে আটকে যায়। জাল ছাড়াতে নদীতে ডুব দেন আকল মিয়া। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও পানি থেকে না ওঠায় তার সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি করেন।

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী নদীতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে আকল মিয়ার মরদেহ উদ্বার করে।

শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক তরফদার সবুজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।