করোনাভাইরাস : মাদারীপুরে আক্রান্ত বেড়ে ২৭০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১০ জুন ২০২০
ফাইল ছবি

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কালকিনি উপজেলায় আটজন এবং রাজৈর উপজেলায় আটজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭০ জনে দাঁড়াল।

পাশাপাশি নতুন করে সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ১০১ জন। বুধবার (১০ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এসব তথ্য জানায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত মোট তিন হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ৩১১৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। চিকিৎসাধীন রয়েছেন ১৫০ জন। মারা গেছেন তিনজন। নতুন শনাক্তদের আইসোলেশেন নেয়ার প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্য বিভাগ তথ্য অনুযায়ী, জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২৭০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, শিবচর উপজেলায় ৪৩, রাজৈর উপজেলায় ৮৩ এবং কালকিনি উপজেলায় ৬০ জন।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।