মায়ের পথেই ছুটলো বাপ্পি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১০ জুন ২০২০

ঝিনাইদহের কালীগঞ্জে বাপ্পি হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে গ্রামের লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাটি ঝিনাইদহ কালীগঞ্জের খড়িকাডাঙ্গা গ্রামের। বাপ্পি ওই গ্রামের আব্বাস আলীর ছেলে।

ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জালাল হোসেন জানান, সকালে বাড়ির পাশের একটি আমগাছে বাপ্পির মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, প্রায় ১০ বছর একইভাবে নিহতের মায়ের মৃত্যু ঘটে। ওই সময়ে বাপ্পির মামারা এটাকে স্বাভাবিক পর্যায়ে নিলেও বাপ্পির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয় বলে তারা মৌখিকভাবে দাবি করছেন।

স্থানীয় কোলাবাজার পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেম জানান, ঘটনাস্থলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছেন।

তিনি বলেন, এটা হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। তিনি আরও জানান, তবে নিহতের মামাদের ভাষ্য তার ভাগ্নেকে হত্যা করা হতে পারে। আবার লাশ উদ্ধারের আগেই নিহতের বাবা আব্বাস আলী পালিয়েছে। ফলে বিষয়টি সন্দেহজনকও বটে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা?

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহাফুজুর রহমান বলেন, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। ইতোমধ্যে লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠিয়েছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।