পটুয়াখালীতে করোনাভাইরাসে মুক্তিযোদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৩ জুন ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার মুক্তিযোদ্ধা মো. ইউনুস হাওলাদার (৬৫)। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরই মধ্যে জেলায় বিভিন্ন সময় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শাহিদুল হাসান শাহীন বলেন, ৯ জুন মুক্তিযোদ্ধা ইউনুস হাওলাদার জ্বর ও সর্দি-কাশি নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হলে ১১ জুন তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই দিন তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইমরান হোসেনসহ ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩ জনে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। বিভিন্ন সময় বিভিন্ন উপজেলায় করোনায় মারা গেছেন ১০ জন।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।