রাঙ্গামাটির সুবলং বাজারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৪ জুন ২০২০

রাঙ্গামাটির বরকল উপজেলায় সুবলং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী সেনা ক্যাম্পের সদস্যরা ও রাঙ্গামাটি সদর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৭০টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শুভ পাল জানান, বিকেল ৪টার দিকে বাজারের মাঝের সাগরিকা হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের একটি দোকান ও বসতবাড়ি আগুনে পুড়ে গেছে বলেও তিনি জানান।

সুবলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গফফার খাঁন জানান, বিকেল ৪টার দিকে বাজারে আগুন লাগে। পরে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙ্গামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, রাঙ্গামাটি সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল স্টেশন অফিসার উদয়নের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

সাইফুল উদ্দিন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।