নমুনা দেয়ার পরদিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৪ জুন ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোস্তাফিজার রহমান (৭২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মোস্তাফিজার রহমান উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে। তিনি ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১৩ জুন) করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়। তার ফলাফল এখনও আসেনি। ফলে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, প্রয়োজন অনুযায়ী মৃত ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।