আগুনে দুই কৃষকের স্বপ্নের খামার পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৫ জুন ২০২০

নাটোরে আগুনে দুই কৃষকের স্বপ্নের দুটি পশুর খামার পুড়ে গেছে। রোববার (১৪ জুন) দিবাগত রাতে সদর উপজেলার রাজাপুর কামার দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- হক মিয়া ও আব্দুর রহিম । তারা জানান, আগুনে তাদের চারটি গরু, দুটি ছাগল, একটি ইজিবাইক ও দুটি ঘরসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কৃষক হক মিয়া ও আব্দুর রহিমের দুটি খামারে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মারা যায় ওই দুই খামারের ছয়টি গবাদি পশু। এছাড়া ঘরের মূল্যবান মালপত্রও পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আসাদুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।