বড়াইগ্রামে কৃষককে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৬ জুন ২০২০
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে এক ব্যক্তির দুই হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ইকড়ি গ্রামের একটি পাটক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি মোবারক হোসেন মোবা (৪৫) একই গ্রামের খয়ের উদ্দিনের ছেলে। লাশের গলায় কালশিরা দাগ এবং কান ও মুখমণ্ডল রক্তাক্ত ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। নিহত মোবারক একজন কৃষক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মোবারক হোসেন বাড়ি থেকে সোনাবাজু বাজারে যাবার উদ্দেশ্যে বের হন। সন্ধ্যায় স্থানীয় কৃষি শ্রমিকেরা কাজ শেষে বাড়ি ফেরার পথে ইকড়ি এলাকার পাটের জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন।

লোকমুখে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি মোবারক হোসেনের বলে শনাক্ত করেন।

পরে বড়াইগ্রাম থানা পুলিশ রাত আটটার দিকে সেখানে গিয়ে দু’হাত পেছনে বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।