রাঙ্গামাটিতে করোনার উপসর্গ নিয়ে কাউন্সিলরের মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১১:০১ এএম, ১৭ জুন ২০২০
ফাইল ছবি

রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিনের মা মাসুদা খাতুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে মারা গেছেন। রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মঙ্গলবার (১৬ জুন) করোনার উপসর্গ নিয়ে মাসুদা খাতুনকে রাঙ্গামাটি হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে রাতেই তাকে চম্পকনগরের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ডা. মোস্তফা কামাল বলেন, তার শ্বাসকষ্টসহ যেসব উপসর্গ দেখা গেছে তা করোনার উপসর্গ হিসেবেই মনে করছি আমরা। তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানান, স্বাস্থ্য বিভাগ থেকে আইসোলেশনে একজন নারীর মারা যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। তার মরদেহ করোনা রোগীদের মতোই দাফন করা হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসেবে ১ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন মাসুদা খাতুনের ছেলে হেলাল উদ্দিন। তিনি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতিরও সাধারণ সম্পাদক।

সাইফুল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।