কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৮ জুন ২০২০

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮৩ জন। এ পর্যন্ত করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৪৮ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ১০ জুন ঢাকায় পাঠানো ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১১ ও ১৪ জুন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ৯২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন এবং একই হাসপাতালের প্রি-আইসোলেশনে থাকা দুইজনের পজিটিভসহ ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। সব মিলিয়ে নতুন ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২২ জন, হোসেনপুরের তিনজন, করিমগঞ্জের পাঁচজন, তাড়াইলের দুইজন, পাকুন্দিয়ার একজন, কটিয়াদীর সাতজন, কুলিয়ারচরের ১৫ জন, ভৈরবের ২৪ জন, নিকলীর তিনজন ও বাজিতপুর উপজেলার চারজন রয়েছেন।

এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার ১৮৬ জন, হোসেনপুরের ২৫ জন, করিমগঞ্জের ৭৬ জন, তাড়াইলের ৬৪ জন, পাকুন্দিয়ার ৪৯ জন, কটিয়াদীর ৫৮ জন, কুলিয়ারচরের ৭৭ জন, ভৈরবের ৪১১ জন, নিকলীর ১৭ জন, বাজিতপুরের ৬৩ জন, ইটনার ২৪ জন, মিঠামইনের ২৭ জন, ও অষ্টগ্রাম উপজেলার ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নূর মোহাম্মদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।