করোনাভাইরাস : ময়মনসিংহে দু’জনের মৃত্যু
ময়মনসিংহ নগরীর সুর্যকান্ত (এসকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত মুরসালিন (২০) নান্দাইল উপজেলার সাইদুর রহমানের ছেলে ও জালাল উদ্দিন (৭৫) ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, মুরসালিন বৃহস্পতিবার (১৮ জুন) করোনা আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে ভর্তি হলে শুক্রবার ভোরে মারা যান। আর করোনার উপসর্গ নিয়ে জালাল উদ্দিন শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হলে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এফএ/এমএস