লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৩৪ ঘণ্টা পর মিলল দম্পতির লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৯ জুন ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে ডাবল ডেকার লঞ্চ ঈগল-৪ এর ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ভাসমান অবস্থায় দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে আলোকি নদীর নুরাইনপুর পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। তারা হলেন- আসলাম শরীফ (২২) ও তার স্ত্রী জান্নাত বেগম (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী লঞ্চ ঈগলের সঙ্গে একটি খেয়া নৌকার ধাক্কা লেগে উল্টে যায়। এতে নৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মারা যান। একই ঘটনায় আসলাম ও তার স্ত্রী নিখোঁজ হন। শুক্রবার বিকেলে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর আসলাম ও তার স্ত্রীর লাশ ভেসে ওঠে।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির (এসআই) সোহাগ ফকির জানান, বিকেলে আলোকি নদীর নুরাইনপুর পয়েন্টে ভাসমান অবস্থায় দম্পতির লাশ এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।