মৃত্যুর পর জানা গেলো যুবলীগ নেতার করোনা পজিটিভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২১ জুন ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ উদ্দিন জিসনু (৪৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। ১৬ জুন হবিগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

রোববার (২১ জুন) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তার। শহীদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। শায়েস্তাগঞ্জ উপজেলার কুঠিরগাঁও গ্রামের মৃত সামছুউদ্দিনের ছেলে তিনি।

পারিবারিক সূত্র জানায়, যুবলীগ নেতা জিসনু সোমবার (১৫ জুন) রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাকে সিলেটে রেফার্ড করেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে সিলেটে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে তার নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

রোববার জিসনুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।