পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৩ জুন ২০২০
ফাইল ছবি

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিমের মরদেহ ঈশ্বরদী সারাঘাট এলাকা থেকে ও একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে সাবের ওরফে পুকিনের মরদেহ কুষ্টিয়ার লালনশাহ সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ব্যক্তিদের স্বজনরা জানান, লাশ দুটি উদ্ধার করে তারা বাড়ির পথে রওনা হয়েছেন।

উল্লেখ্য, ২১ জুন (রোববার) বিকেল ৪টার দিকে লালপুর উপজেলার লক্ষ্মীপুর বালুঘাট এলাকায় চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে তীব্র স্রোত ও ঝড়ো হাওয়ায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম ও সাবের নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তাদের উদ্ধার অভিযানে নামে। অবশেষে মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার হয়।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।