করোনা নিয়েই ১২ দিন ধরে অফিস করলেন ব্যাংক কর্মকর্তা!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৩ জুন ২০২০

নমুনা দেয়ার ১২ দিন পর করোনা শনাক্তের রিপোর্ট এসেছে শায়েস্তাগঞ্জ অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সামছুল ইসলাম রাসেলের। নমুনা দেয়ার পরও এই ১২ দিন তিনি অফিসে এসেছেন। এখন তার সংক্রমণের খবরে আতঙ্কে আছেন ব্যাংকের সহকর্মী ও গ্রাহকরা। গত ১২ দিনে তার মাধ্যমে বহু গ্রাহক সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক সিতেশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১১ জুন টেস্ট করানোর জন্য নমুনা দিয়ে আসেন সামছুল ইসলাম রাসেল। এরই মধ্যে আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর পর্যন্ত অফিস করেন তিনি। পরে দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে তাকে জানানো হয় তার করোনা পরীক্ষার ফল পজিটিভ।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজ্জামেল হোসেন বলেন, এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি। আমি নিজেই অগ্রণী ব্যাংকের ১৪ জন কর্মচারী ও কর্মকর্তাকে নমুনা দেয়ার জন্য বলেছিলাম। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

আক্রান্ত সামছুল ইসলাম রাসেল অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার সিনিয়র অফিসার (লোন সেকশন)। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।