করোনায় আরও এক সাংবাদিকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের অভয়নগর উপজেলার বেলাল হোসেন (৫৩) নামে সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন তিনি। এ নিয়ে অভয়নগরে করোনায় মারা গেলেন তিনজন।
মৃত বেলাল হোসেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর ছেলে এবং নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেনের ছোট ভাই। এছাড়া তিনি অভয়নগর থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
মৃত বেলাল হোসেনের বড় ভাই আসলাম হোসেন বলেন, ছোট ভাই বেলাল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিল। গত ১৮ জুন খুলনা সিটি মেডিকেলে কিডনি ডায়ালাইসিস করার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রোববার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে করোনা ইউনিটের আইসিইউতে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় বেলাল।
এর আগে গত ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আত্রান্ত হয়ে মারা যান।
মিলন রহমান/এএম/এমকেএইচ