করোনায় মসজিদের ইমামের মৃত্যু
দিনাজপুরে মৃত্যুর পর জানা গেল মসজিদের ইমাম ফয়জুর রহমান (৪০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর উপ-শহরের কুয়েতি মসজিদের ইমাম মাওলানা মো. ফয়জুর রহমান মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) করোনার উপসর্গ নিয়ে ইমাম ফয়জুর রহমান মারা যান। বুধবার (২৪ জুন) রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে নতুন করে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ২৪ ঘণ্টায় ছয়জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ছয়জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় একজন মৃতসহ ছয়জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় মৃত ইমামসহ চারজন, কাহারোলে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ছয়জন সুস্থ বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় দুইজন, বিরল উপজেলায় একজন, বিরামপুর উপজেলায় একজন, খানসামা উপজেলায় একজন ও ঘোড়াঘাট উপজেলায় একজন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, ২৩ জুন করোনার উপসর্গ নিয়ে দিনাজপুর শহরের উপশহর ৩ নম্বর ব্লকের কুয়েতি জামে মসজিদের ইমাম ফয়জুর রহমান মারা যান। মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করেন। পরে স্থানীয়রা ইমাম ফয়জুর রহমানের দাফন সম্পন্ন করেন। বুধবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মৃত ইমাম ফয়জুর রহমানের করোনা পজিটিভ আসে।
এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ