মিল মালিককে হত্যা করে দুটি ইজিবাইক ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৫ জুন ২০২০
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেয়ায় নাসির উদ্দিন (৭০) নামে এক মিল মালিককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা দুটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

বুধবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিল মালিক নাসির উদ্দিন ওই গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, হরিহরপুর গ্রামের নাসির উদ্দিনের মিলে রাতে পাঁচটি বড় ও দুটি ছোট অটোবাইক চার্জে দেয়া ছিল। রাতে মিলে অবস্থান করছিলেন নাসির উদ্দিন। রাত আড়াইটার দিকে ৪-৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী নাসিরকে মারধর করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে ছিনতাইকারীরা দুটি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা নাসিরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে নুর আলম বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান ওসি আমিরুল ইসলাম।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।