বাড়িতে থেকেই করোনা মুক্ত হলেন ধুনট মেয়র
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ করোনা জয় করেছেন। তিনি ১৫ দিন আইসলেশনে থেকে করোনামুক্ত হয়েছেন।
সোমবার সকালের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. পিয়াস পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৌর মেয়র এজিএম বাদশাহ ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসলেশনে ছিলেন। বাসায় থেকেই টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেন। ২৯ জুন দ্বিতীয় দফায় পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ত্রাণ, মাস্ক বিতরণ এবং সচেতনতার কাজে প্রথম থেকেই সম্পৃক্ত থাকায় বিভিন্ন লোকজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছিলাম। করোনা জয় করে বর্তমানে বাড়িতেই আছি এবং সুস্থ আছি।
এফএ/এমকেএইচ