পদ্মায় ভয়াবহ ভাঙন, চোখের সামনে মসজিদ বিলীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৯ জুন ২০২০

অস্বাভাবিকভাবে বেড়েছে পদ্মা নদীর পানি। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাদারীপুরের শিবচর উপজেলার চরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন। ভাঙনের ঝুঁকিতে রয়েছে একাধিক স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ও বাজারসহ অনেক স্থাপনা। জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলের বন্দরখোলায় ভয়াবহ নদীভাঙন দেখা দেয়। এতে চোখের সামনে বিলীন হয়ে যায় একটি মসজিদ। সেই সঙ্গে বিলীন হয়েছে অস্থায়ী বাঁধের প্রায় ৩০ মিটার।

এখন ভাঙন ঝুঁকিতে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবন, প্রাথমিক বিদ্যালয় ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন ও একটি বাজারসহ বিস্তীর্ণ জনপদ। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের এমপি নূর-ই আলম চৌধুরীর নির্দেশে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, ঝুঁকিতে থাকা স্থাপনাগুলো রক্ষায় জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ডাম্পিং এলাকায় ভাঙন প্রতিরোধ হলেও সামনের এলাকায় নদী ভয়াবহ আকারে ভাঙছে। এরই মধ্যে একটি মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে। ওই এলাকায় প্রজেক্ট না থাকায় জিওব্যাগ ডাম্পিং করা যাচ্ছে না।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।