পুলিশ হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন পাবেন করোনা আক্রান্তরা
নোয়াখালীতে করোনা রোগীদের সেবায় বিনামূল্যে চালু হয়েছে নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক।
সোমবার (২৯ জুন) বিকেলে নোয়াখালী পুলিশ লাইন্সে নোয়াখালী পুলিশ হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
এসময় তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের বেশীর ভাগ শ্বাসকষ্টে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে বিনামূল্যে কোভিড রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।
পুলিশ অক্সিজেন ব্যাংক এর প্রধান সমন্বয়কারী এস, এম কামরুল হাসান (পিপিএম) জানান, প্রথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ ব্যাংকের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে আরও ১০টি সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. খালেদ ইবনে মালেক, সদর সার্কেল আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার সুব্রত কান্তি সুনীলসহ সাংবাদিকবৃন্দ।
এর আগে দুপুরে করোনা জয়ী ৩১ পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেন পুলিশ প্রশাসন। এ সময় করোনা জয়ী পুলিশ সদস্যদের হাতে ফুল দেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জাানান, নোয়াখালীে জেলার নয়টি থানার কর্মরত ১৫১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাতজন এসআই, চারজন এএসআই, একজন নারীসহ চারজন কনস্টেবল ও বিশেষ আনসার আক্রান্তসহ ৩১ জন পুলিশ সদস্য প্রায় তিন সপ্তাহ হোম আইসোলশেনে থেকে করোনাভাইরাসকে পরাজয় করে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
বাকি সদস্যরা বিভিন্ন পর্যায়ে এখনও হোম আইসোলশোনে চিকিৎিসাধীন রয়েছেন।তিনি আরও জানান, নোয়াখালীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।
মিজানুর রহমান/এমএএস/জেআইএম