ঢাকা থেকে বাড়ি ফেরার পরদিনই করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:১২ পিএম, ২৯ জুন ২০২০
ফাইল ছবি

নাটোর সদর উপজেলার তেবারিয়া আরমান মোড়ে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৃত লোকমান হোসেন ঢাকায় কাপড় বিক্রির ব্যবসা করতেন। তিনি গতকাল রোববার করোনার উপসর্গ নিয়ে বাড়িতে আসেন।

সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে নাটোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার পৈতৃক বাড়ি নাটোর সদর উপজেলার চাঁদপুরে। তিনি ওই গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে।

এলাকবাসী জানান, লোকমান হোসেন গত তিন বছর যাবৎ পরিবার নিয়ে নাটোরের তেবাড়িয়া আরমান মোড়ের আফেজ হোসেন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যুর খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।