ফিটকিরি পানি পান করে আত্মহত্যা করলেন বৃদ্ধা
পটুয়াখালীর গলাচিপায় রেনু বেগম ( ৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার বাসিন্দা মো. মতিন মোল্লার স্ত্রী রেনু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রেনু তার বসতঘরে বসে আত্মহত্যার উদ্দেশ্যে ফিটকিরি মিশ্রিত পানি পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ওই নারীকে হাসপাতালে নিয় আসলে তাকে চিকিৎসা প্রদান করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ফিটকিরি পানে চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর