ব্রাহ্মণবাড়িয়ার দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৫ জুলাই ২০২০

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন।

গতকাল শনিবার (০৪ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। রোববার (০৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।

ডা. একরাম উল্লাহ বলেন, শনিবার রাতে আমাদের কাছে ৪৭৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৮টি রিপোর্ট পজিটিভ। নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। বর্তমানে তারা দুইজন হোম আইসোলেশনে আছেন। আক্রান্ত বাকিদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শনিবার পর্যন্ত জেলায় ১০ হাজার ৯৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ৯৭৯ জনের নমুনার রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে ৯০৬ জন আইসোলেশনে আছেন। আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫২ জন।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।