বান্দরবানের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:৪৭ পিএম, ০৭ জুলাই ২০২০

বান্দরবানে এবার করোনায় আক্রান্ত হলেন জেলার সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা। নমুনা পরীক্ষার ফলাফলে সিভিল সার্জনের করোনা পজিটিভ এসেছে বলে বান্দরবানের করোনা আইসোলেশন সেন্টারের প্রধান ডা. প্রত্যুষ পাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিভিল সার্জনের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে। বান্দরবানের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার বর্তমানে জ্বর, কাশি রয়েছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন, করোনা পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, এর আগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামসহ বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। এরপর ১৫ জুলাই থেকে জেলাকে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়। বর্তমানে তারা সবাই সুস্থ হয়ে করোনা নেগেটিভ হয়েছেন।

সৈকত দাশ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।