পটুয়াখালীতে করোনায় মোট আক্রান্ত ৫৭২, মৃত্যু বেড়ে ২৩
পটুয়াখালীর গলাচিপায় করিম সর্দার (৬৬) নামের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ জন।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ জুলাই গলাচিপার করিম সর্দার (৬৬) মৃত্যু হয়। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। বুধবার রাতে আইইডিসিআরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী করিম করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদর ১৪ জন, গলাচিপা ৫ জন, বাউফল ৪ জন, মির্জাগঞ্জ ৩ জন, দশমিনা ২ জন এবং কলাপাড়া ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭২ জনে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছে ১৩৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জন এবং হোম আইসোলেশন আছেন ৩৯০ জন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমআরএম