মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৯ জুলাই ২০২০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ডা. এএফএম গোলাম আম্বিয়া আদিল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএফএম গোলাম আম্বিয়া আদিল উপজেলার খাতাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে ডা. এএফএম গোলাম আম্বিয়া আদিল উপজেলার খাতাপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বুড়ির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন বলেন, হাসপাতালে আসার আগেই ডা. আদিলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগে শোকের ছায়া নেমে আসে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।