লক্ষ্মীপুরে করোনায় আরও একজনের মৃত্যু
লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আহমদ উল্যা নামে (৬৫) আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ উল্যা মারা যান। এর আগে সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর , রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় রাজনীতিবিদ, চিকিৎসক ও সাংবাদিকসহ এখন পর্যন্ত এক হাজার ৯৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ৭১৬ জন সুস্থ্য হয়েছেন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এছাড়া ২০ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
কাজল কায়েস/আরএআর/এমএস