সাতক্ষীরায় করোনাভাইরাসে উপাধ্যক্ষের মৃত্যু
করোনাভাইসরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুল মান্নান সাতক্ষীরা সুন্দরবন সায়েন্স অ্যান্ড বিজনেজ কলেজের উপাধ্যক্ষ ও সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সুভাষ চন্দ্র দাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে তার মৃত্যু হয়। সুভাষ চন্দ দাস তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৬ জুলাই নমুনা দেয়ার পরদিন আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি হন। ৯ জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সুভাষ চন্দ্র দাস বুধবার বিকেলে আইসিইউতে ভর্তি হন। রাতে তিনিও মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর