তিস্তায় ভেসে এলো তরুণীর লাশ
ফাইল ছবি
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরনে বোরকা ও গোলাপি সুতি কাপড়ের মেক্সি ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাঝ নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় একজন তীরে আনার চেষ্টা করেন। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে কিছু কাগজপত্র পাওয়া গেছে।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
রবিউল হাসান/আরএআর/পিআর