পটুয়াখালীতে করোনা কেড়েছে ২৬ প্রাণ
পটুয়াখালীর কলাপাড়ায় মায়া (৭০) নামে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৭ জুলাই কলাপাড়া এলাকার বাসিন্দা মায়া (৭০) নামে ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১৯ জুলাই) তিনি মারা যান। মঙ্গলবার (২১ জুলাই) রাতে আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী মায়া (৭০) করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদরে ৯ জন, কলাপাড়ায় ২ জন ও দশমিনায় ১ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৫ জন।
ইতোমধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে ৪৬৪ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে ৯ জন ও হোম আইসোলেশনে ৪০৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম