পটুয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, মোট ২৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:০৮ এএম, ২৩ জুলাই ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীতে করোনাভাইরাসে নিতাই চন্দ্র (৬৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে বাউফল থেকে বরিশাল নেয়ার পথে বগা ফেরিঘাট এলাকায় মারা যান তিনি।

এ নিয়ে জেলায় মোট মৃ্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেল ৫টায় বাউফল থেকে বরিশাল নেয়ার পথে বগা ফেরিঘাট এলাকায় করোনা আক্রান্ত নিতাই চন্দ্র মারা যান। তিনি পটুয়াখালী শহরের থানাপাড়া এলাকার ভাড়াবাসায় বসবাস করতেন। গত ১৭ জুলাই করোনা পজিটিভ রেজাল্ট আসে তার। এরপর গ্রামের বাড়ি বাউফলে আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাউফলে ৬ জন, সদরে ৫ জন, কলাপাড়ায় ৫ জন, মির্জাগঞ্জে ৪ জন. গলাচিপায় ৩ জন ও দুমকিতে ১ জন আক্রান্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জনে।

এদের মধ্যে নতুন ১৬ জনসহ মোট সুস্থ ৪৮০ জন। এছাড়া হাসপাতালে আইসোলেশনে আছেন ৯ জন এবং হোম আইসোলেশনে আছেন ৪১৩ জন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।