৫ হাজার গাছ লাগাবে গ্রামীণ ট্রাভেলস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৪ জুলাই ২০২০

‘মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমানের মালিকানাধীন ‘গ্রামীণ ট্রাভেলস’র উদ্যোগে ৫ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচি অনুযায়ী ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শহরের বটতলাহাট পাউয়ার হাউস এলাকায় শতাধিক বৃক্ষ চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। পর্যায়ক্রমে ৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জোসনারা অটো রাইস মিলের পরিচালক মাসুদ করিম ও গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিলসহ প্রমূখ।

আব্দুল্লাহ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।